ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

পঞ্চগড়ের দুই আসনে ১০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১৮ ডিসেম্বর ২০২৩  
পঞ্চগড়ের দুই আসনে ১০ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে মোট ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রথমে পঞ্চগড়-১ আসনের ও পরে পঞ্চগড়-২ আসনের প্রার্থীদের হাতে বরাদ্দকৃত প্রতীক (প্রতীক সম্বলিত কাগজ) তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

এবারের নির্বাচনে পঞ্চগড়-১ আসনে ৬ জন ও পঞ্চগড়-২ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পঞ্চগড়-১ আসনের প্রতীকপ্রাপ্তরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা (নৌকা), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত (ট্রাক), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মশিউর রহমান (আম), মুক্তিজোটের আব্দুল মজিদ (লাঠি), বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশা (একতারা) ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট’র (বিএনএফ) সিরাজুল ইসলাম (টেলিভিশন)।

অপরদিকে, পঞ্চগড়-২ আসনের প্রতীকপ্রাপ্তরা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন (নৌকা), তৃণমূল বিএনপির আব্দুল আজিজ (সোনালী আঁশ), জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন (লাঙ্গল) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির আহমদ রেজা ফারুকী (একতারা)। 

উল্লেখ্য, পঞ্চগড়-১ আসনে জাতীয় পার্টির দুইজন প্রার্থী রয়েছেন। রোববার বিকেল ৪টা পর্যন্ত তাদের কেউই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। এ কারণে তাদের দুজনেরই মনোনয়নপত্র স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম। তবে, এ বিষয়ে বিধি অনুযায়ী নির্বাচন কমিশন ব্যবস্থা নেবেন বলে জানা গেছে। ফলে তাদের কারও মাঝেই প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি।

আবু নাঈম/এনএইচ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়