ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

সরকারকে ৪ কোটি টাকা ট্যাক্স দিয়েছি : বদি

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৫, ১৮ ডিসেম্বর ২০২৩  
সরকারকে ৪ কোটি টাকা ট্যাক্স দিয়েছি : বদি

স্ত্রী নৌকার প্রার্থী শাহীন আক্তারের সঙ্গে আবদুর রহমান বদি

সরকারকে চার কোটি টাকা ট্যাক্স দিয়েছেন বলে দাবি করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে এ কথা বলেন তিনি। 

এ দিন আবদুর রহমান বদি তার স্ত্রী কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারের সঙ্গে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আসেন। শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে বদি বলেন, ‘২০২২-২৩ অর্থবছরে সরকারকে চার কোটি টাকা ট্যাক্স দিয়েছি। শুধু ট্যাক্স না, ট্যাক্সের উপরে যে সারচার্জ আছে তাও দিয়েছি। সুতরাং আমার সম্পদ না বেড়ে আর কার বাড়বে? কক্সবাজারে অন্য সংসদ সদস্যরা কে কত টাকা সরকারকে ট্যাক্স দিয়েছেন, তার কাগজপত্র খুঁজে বের করুন। তখন বুঝতে পারবেন।’

কক্সাসবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বীদের চারজন আমার সঙ্গে আছেন। তাদের বড় প্যান্ডেল করে জনসভা করার সামর্থ্য না থাকলে আমাদের জনসভায় এসে তারা জনগণের উদ্দেশে বক্তব্য দিতে পারবেন। সেই সুযোগ করে দেব তাদের।’

তিনি বলেন, ‘যারা শাহীন আক্তারের বিরুদ্ধে গিয়ে নৌকা পেতে তদবির করেছিলেন,  তারা বাস্তবে দল করেন না, এ সব তাদের বাণিজ্য। ওরা প্রথমে আমার সঙ্গে বাণিজ্য করতে চেয়েছিলেন। কিন্তু আমি তাদের সাফ বলে দিয়েছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকা দেবেন, তার জন্য কাজ করব। মানুষের ভাগ্য নির্ধারণ ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী আমার স্ত্রী শাহীন আক্তারকে নৌকা দিয়েছেন, আমরা জয়ী হয়ে এ আসনটি তাকে উপহার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’

সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে কক্সবাজারের চারটি আসনে ২৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

তাদের মধ্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ভোটযুদ্ধে লড়ছেন সাত জন। কক্সবাজার-২ (মহেশাখালী-কুতুবদিয়া) আসনে ছয় জন, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে পাঁচ জন এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে রয়েছেন পাঁচ জন প্রার্থী।
 

তারেকুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়