ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

গাইবান্ধা-৫ আসন

গাইবান্ধায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপা প্রার্থীর

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ৩ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৯:৪৬, ৩ জানুয়ারি ২০২৪
গাইবান্ধায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাপা প্রার্থীর

ছবি-সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গাইবান্ধা-৫ আসনের জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আতাউর রহমান সরকার আতা।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে তিনি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

আতাউর রহমান সরকার জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাঘাটা উপজেলা কমিটির আহ্বায়ক। এছাড়া তিনি গাইবান্ধা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে আতাউর রহমান সরকার আতা বলেন, ‘সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ, সরকারি দলের আধিপত্য এবং ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আমি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কোনো আলোচনা করিনি।’

মাসুম/ফয়সাল

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়