ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনি জনসভায় ‘জনসমুদ্র’, উচ্ছ্বসিত আ.লীগ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

‘আমি যেখানে দুপুরের খাবার খেয়েছি, সেখান থেকে মাইকের শব্দ শোনা যায়। আসতে সময় লাগার কথা দুই মিনিট। সেখানে আসতে সময় লাগলো ২২ মিনিট। পথে লোক আর লোক। মাঠ ভরে গেছে লোকে। এটাই প্রমাণ করে, মানুষ উন্নয়নের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। নৌকা মার্কার পক্ষে।’
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় কথাগুলো বলছিলেন এক বক্তা। জনসভায় হাজারো মানুষের উপস্থিতি দেখে অন্যান্য বক্তারাও একই সুরে কথা বলেন। আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখতে গিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য বদরুদ্দোজ্জা মো. ফরহাদ হোসেন সংগ্রাম বলেন, আজকের জনজোয়ার প্রমাণ করে নাসিরনগরে নৌকার বিকল্প নেই। আজকে ১৩ ইউনিয়নের ১৪০টি গ্রামের মানুষ একত্রিত হওয়ায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করি।
বক্তব্যের শুরুতে তিনি দুই বার এমপি থাকাকালে জানা-অজানা কোনো ভুল করে থাকলে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নাসিরনগরের মানুষ নৌকা প্রেমিক। আমি বিশ্বাস করি তারা নৌকাকে বিজয়ী করবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পাল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুভাস সিংহ রায়, আফজালুর রহমান, রাফি উদ্দিন আহমেদ, নাফিউল করিম নাফা প্রমুখ। বেশিরভাগ বক্তা-ই এত লোকসমাগম হওয়ার বিষয়টি আলোচনায় আনেন। দুপুর দুইটা থেকে উপজেলা সদরের আশুতোষ উচ্চ বিদ্যালয়ে মাঠে দলীয় নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন। বেলা সোয়া ৪টা নাগাদ মিছিল আসে সেখানে। সেখানে প্রায় ৩০ হাজারের বেশি লোকের সমাগম হয়। জনসভার সময়জুড়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো মাঠসহ আশপাশের এলাকা।
এ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামানের সঙ্গে আওয়ামী লীগ মনোনীত ফরহাদ হোসেনের লড়াই হবে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় বিএনপি তাকে বহিষ্কার করে। আসনটিতে বেশ জমজমাট লড়াই হবে বলে আশা করা হচ্ছে।
মাইনুদ্দীন/এনএইচ
- ১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম