ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

নির্বাচনের নিরাপত্তায় ডগ স্কোয়াডের মহড়া

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ৪ জানুয়ারি ২০২৪  
নির্বাচনের নিরাপত্তায় ডগ স্কোয়াডের মহড়া

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ৭ জানুয়ারি চট্টগ্রাম মহানগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্টোপলিট্রন পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে নির্বাচনের নিরাপত্তা মহড়া পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

এর আগে সিএমপির বিশেষ ডগ স্কোয়াড নিয়ে নগরীর এম এ আজিজ স্টেডিয়াম এবং নির্বাচনি সরঞ্জাম বিতরণ ও ফলাফল ঘোষণা কেন্দ্র জিমনেসিয়ামে বিশেষ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। 

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘নির্বাচনে পুলিশের পক্ষ থেকে যে নিরাপত্তা কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল, তা অব্যাহত আছে। আমাদের পেট্রল ও স্ট্রাইকিং ফোর্স ইতোমধ্যে কাজ শুরু করেছে। তবে নির্বাচনের দিন বিশেষ একটা নিরাপত্তা ব্যবস্থা থাকবে।’ 

তিনি বলেন, ‘আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটি নির্বাচনি সরঞ্জাম বিতরণের কেন্দ্র। এ কেন্দ্র ঘিরে কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য আমরা ম্যানুয়ালি কাজ করেছি। আজ প্রশিক্ষিত ডগ স্কোয়াডের ‘কে-৯’ ইউনিটকে কাজে লাগিয়েছি। এরা বিভিন্ন জায়গা অনুসন্ধান করে দেখেছে।’

এ সময় সিএমপি কমিশনার দাবি করেন, ‘সিএমপির স্পেশাল ডগ স্কোয়াড নানা ধরনের বিস্ফোরকদ্রব্য শনাক্ত করতে সক্ষম। পরিস্থিতির প্রয়োজনে যদি কোনো এলাকায় অপারেশন প্রয়োজন হয় এবং সেই এলাকায় যদি এমন কোনো বস্তুর নমুনা থাকে, তাহলে প্রশিক্ষিত ডগ স্কোয়াড তা শনাক্ত করতে পারবে।’
 

রেজাউল/বকুল

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়