ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বরখাস্তের খবরকে গুজব বললেন হামিদুল আলম

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৪ জানুয়ারি ২০২৪  
বরখাস্তের খবরকে গুজব বললেন হামিদুল আলম

নিজের সাময়িক বরখাস্তের খবর গুজব বলে মন্তব্য করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (সাময়িক বরখাস্ত) হামিদুল আলম। পাশাপাশি তিনি খবরটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় হামিদুল আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ সংক্রান্ত বিষয়ে একটি স্ট্যাটাস পোস্ট করে এমন দাবি করেছেন।  

তিনি পোস্টে লেখেন, ‘প্রিয় সূধী, আসসালামুআলাইকুম, বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোস্যাল মিডিয়াতে আমাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে মর্মে যে খবর ছড়ানো হচ্ছে, তা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন ও উদ্যোশ্য প্রণোদিত, কেউ বিভ্রান্ত হবেন না, সবাইকে ধন্যবাদ।’

এর আগে বুধবার (৩ জানুয়ারি) সরকারি গাড়ি ব্যবহার করে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে হামিদুল হক মিলনকে তলব করে নির্বাচনি অনুসন্ধান কমিটি। নোটিশে তাকে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টার মধ্যে হাজির হয়ে আদালতে লিখিত ব্যাখা দিতে বলা হয়। এছাড়া এ ঘটনায় হামিদুল আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে তাকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়ে অনাপত্তি দেয় নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ বিষয়ে জানানো হয়। 

এদিকে নোটিসের জবাব দিতে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় বগুড়ায় অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেন হামিদুল আলম। পরে আদালতে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা আমার জন্য মানহানিকর। আপনারাও (সাংবাদিক) যা করছেন সেটিও অতিরঞ্জিত। কে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, সেটিও আমি জানি না। আমার বিরুদ্ধে যে অভিযোগ তা ১০০ ভাগ মিথ্যা। আমি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনি এলাকায় যাইনি। আমি ছুটিতে আছি এবং শহরে আছি। আমার সরকারি গাড়ি কর্মস্থলে রয়েছে। আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন।’
 

এনাম/বকুল 

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়