ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

ঝিনাইদহ-১

নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৫:৪০, ৭ জানুয়ারি ২০২৪
নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

ঝিনাইদহ-১ আসনের শৈলকুপা উপজেলার মথুরাপুর ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত ‘নৌকা’ ও ‘ট্রাক’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন নারী আনসার সদস্যসহ অন্তত আটজন। এই ঘটনার পর কেন্দ্রটিতে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

রোববার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার অসীম কুমার পোদ্দার। 

প্রিজাইডিং কর্মকর্তা অসীম কুমার বলেন, বুথের ভেতরেই নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের মধ্যে প্রথমে হাতাহাতি এবং সংঘর্ষের ঘটনা ঘটে। গ্রামের লোকজন পরে দেশী অস্ত্র নিয়ে কেন্দ্রে প্রবেশ করে। এ সময় একজন আনসার সদস্য আহত হয়েছেন।

শাহরিয়ার/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়