ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাবার হয়ে ভোট দিলো ১০ বছরের ছেলে

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৮, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৬:৩৫, ৭ জানুয়ারি ২০২৪
বাবার হয়ে ভোট দিলো ১০ বছরের ছেলে

নীলফামারী- ৪ আসনের কিশোরগঞ্জ উপজেলার রাজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০ বছর বয়সী এক শিশুর ভোট দেওয়ার ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাশেদুর রহমান রাশেদ নিজের ফেসবুকে আইডিতে তার ছেলের ভোট দেওয়ার ছবি পোস্ট করেন।

ফেসবুকে পাওয়া চারটি ছবিতে দেখা য়ায়, রাজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটকক্ষে ব্যালট পেপারে প্রকাশ্যে সিল দিচ্ছে রাশেদুর রহমান রাশেদের শিশু সন্তান। পরে তাকে সেই ব্যালট পেপার ভোট বক্সে রাখতে দেখা যায়।

আরো পড়ুন:

এ বিষয়ে জানতে চাইলে রাশেদুর রহমান রাশেদ বলেন, ভোট দিতে ছোট মানুষকে (ছেলে) নিয়ে গেছি। ওকে বলেছি ভোটটা দিয়ে দাও। ফেসবুকে দিলে যেহেতু সমস্যা, ডিলিট করে দিচ্ছি ছবিগুলো ফেসবুক থেকে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জোতিকৃষ্ণ রায় জানান, এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে ওপরের কর্মকর্তার নিষেধ আছে। এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।

নীলফামারী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ জানান, বিষয়টির সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিথুন/মাসুদ

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়