ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ভোটারদের প্রচুর উপস্থিতি, সব ঠিকঠাক: পর্তুগালের পর্যবেক্ষক

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৪, ৭ জানুয়ারি ২০২৪   আপডেট: ১৭:২৯, ৭ জানুয়ারি ২০২৪
ভোটারদের প্রচুর উপস্থিতি, সব ঠিকঠাক: পর্তুগালের পর্যবেক্ষক

অত্যন্ত অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে মন্তব্য করে ভোটারদের প্রচুর উপস্থিতি দেখার কথা জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সাবেক সদস্য ও পর্তুগাল থেকে আসা নির্বাচনি পর্যবেক্ষক পাওলো মার্টিন্স কাসাকা।

রোববার (৭ জানুয়ারি) দুপুরের দিকে ঢাকা-২০ (ধামরাই) আসনের হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

পাওলো মার্টিন্স কাসাকা বলেন, ‘এটা যথাযথ নিয়মের মধ্যে হচ্ছে। নারী বুথে দেখেছি, দায়িত্বরত কর্মকর্তা তালিকার ছবির সঙ্গে ভোটদাতার চেহারা মিলিয়ে নিচ্ছেন। আমার মনে হয় এটা খুবই চমৎকারভাবে হচ্ছে। শুরু থেকে অন্যান্য কেন্দ্রেও ঘুরেছি। দেখেছি, সেখানে ভোটারদের প্রচুর উপস্থিতি রয়েছে।’ তিনি বলেন, ‘আপনাদের দেশ অনেক বড়। এরমধ্যে যে কয়েক জায়গায় গিয়েছি সব ঠিকঠাক মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে প্রধান বিরোধী দল ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। আমার মনে হয়, এটা খুবই দুঃখজনক। সবচেয়ে ভালো সিদ্ধান্ত হতে পারত, মীমাংসায় আসা। যেটা ভালো কিছুর শুরু করতে পারত। বিবাদমান বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেত।’  

পাওলো মার্টিন্স কাসাকা বলেন, ‘পৃথিবীতে কোনো নিখুঁত দেশ নেই। বাংলাদেশও নয়। বহু কিছুতে তাদের উন্নতির সুযোগ আছে। আর সংঘাত কোনোভাবেই কাম্য নয়। চলন্ত ট্রেনে আগুনের কোনো যুক্তি নেই। এ সংস্কৃতি বন্ধ হওয়া উচিৎ। জনগণ কথা বলতে পারে, সমাধান করতে পারে। কেউ একমত হতে পারে, বিরোধ হতে পারে। কিন্তু বন্ধ হওয়া ভালো।’

তিনি আরও বলেন, ‘প্রধান বিরোধী দল যখন নির্বাচন বয়কট করে, অবশ্যই এটা গুরুত্বপূর্ণ। এটা কোনোভাবেই অগুরুত্বপূর্ণ বলতে পারি না। কিন্তু আমি দেখেছি, এখন পর্যন্ত কোথাও সমস্যা দেখিনি। নির্বাচন খুবই চমৎকারভাবে হচ্ছে। আমি দেখেছি আমার দেশসহ অনেক দেশে ভোট দেওয়া জটিল। অনেক দেশে দলীয় প্রতীক থাকে না। বুথ দূরে থাকে।’

পাওলো মার্টিন্স কাসাকা বলেন, ‘বাংলাদেশে ভোটের যে চমৎকার পদ্ধতি রয়েছে, আমি আর কোথাও দেখিনি। ভোটাররাও প্রতীক দেখে ভোট দিচ্ছেন। তারা নিশ্চিত হয়ে প্রতীকে সিল মারছেন। আমি বাংলাদেশ থেকে শিখছি। আপনারা আমাদের শেখাতে পারেন। আপনাদের বন্ধুত্বপূর্ণ আচরণ থেকে আমরা শিখতে পারি।’ 
 

সাব্বির/বকুল 

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়