ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ভোট দিয়ে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১২, ৭ জানুয়ারি ২০২৪  
ভোট দিয়ে ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু

কক্সবাজারের রামুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে আলী আহমদ (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান গাইনপাড়া এলাকার ইট ভাটার পশ্চিম পাশের রেল লাইনে দুর্ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আলী আহমদ একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চা-বাগান হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার আইকনিক স্টেশন থেকে ‌‌‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। কক্সবাজার-৩ আসনে ভোট দেওয়া শেষে রামুর জোয়ারিয়ানালায় রেল লাইনের রাস্তা পার হতে গিয়ে ওই ট্রেনে কাটা পড়েন আলী আহমদ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর শুনেছি। রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। বিষয়টি তারা দেখছে।

তারেকুর/মাসুদ

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়