ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২৮ জানুয়ারি ২০২৪  
জয়পুরহাটে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

আমিনুল ইসলাম

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় স্ত্রী হত্যা মামলায় স্বামী আমিনুল ইসলাম বাবুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দুই জনকে খালাশ দেন বিচারক।

আরো পড়ুন:

দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম বাবু পাঁচবিবি উপজেলার মহীপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, আসামি আমিনুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করতেন। তার স্ত্রী জরিনা বিষয়টি নিয়ে স্বামীকে বাধা দেন ও তার বাবা মাকে বলে দেন। এতে আমিনুল তাকে মারধর করলে জরিনার পরিবার ১৯৯৬ সালের ২৪ এপ্রিল সালিশ ডাকেন। পরে তিনি রাতের কোনো এক সময় আসামি জরিনাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার জন্য মুখে বিষ ঢেলে লাশ গোপন করার চেষ্টা করেন। পরের দিন ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে তিন জনের নামে পাঁচবিবি থানায় মামলা করেন।
 

শামীম/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়