ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়পুরহাটে ধান মজুত, ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৮, ৩ ফেব্রুয়ারি ২০২৪  
জয়পুরহাটে ধান মজুত, ব্যবসায়ীকে জরিমানা

জয়পুরহাটে লাইসেন্সের শর্ত ভেঙে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় ধরে ধান মজুত করার অপরাধে লোকমান আলী নামে ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার শুক্তাহার এলাকায় র‌্যাবের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ইফতেখারুল আলম রিজভী জানান, র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খাদ্য দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। গোডাউনে প্রায় সাড়ে ৩ শত মেট্রিকটন ধান মজুদ অবস্থায় পাওয়া যায়। ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় এবং ৩০ দিনের বেশি সময় ধরে গোডাউনে ধান মজুদ রাখার দায়ে ব্যবসায়ী লোমান আলীকে ৩০ হাজার টাকা জরিমাানা করা হয়। এ ছাড়া আগামী ৭ দিনের মধ্যে গোডাউনে মজুদকৃত ধান খোলাবাজারে বিক্রির আদেশ দেয়া হয়।

এ সময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক ও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অরুন কুমার প্রামাণিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 

শামীম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়