ঢাকা     রোববার   ১০ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৬ ১৪৩১

পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি, আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৪:০৪, ২২ ফেব্রুয়ারি ২০২৪
পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি, আটক ১

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতির সময় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক জহিরুল ইসলাম (৩৬) মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কে পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থামিয়ে যাত্রীদের তল্লাশি করেছিল ছদ্মবেশী ৭ ডাকাত।

সেসময় পুলিশের টহল গাড়ি দেখতে পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে। তখন তার সঙ্গে থাকা ৬ ডাকাত সদস্য পালিয়ে যায়।

টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোয়েব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। ডাকাতদলের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রতন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়