ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

বরিশালে নিষেধাজ্ঞা ভেঙে মাছ ধরায় ২৩ জেলের কারাদণ্ড

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৫ মার্চ ২০২৪   আপডেট: ১৭:০৩, ১৫ মার্চ ২০২৪
বরিশালে নিষেধাজ্ঞা ভেঙে মাছ ধরায় ২৩ জেলের কারাদণ্ড

বরিশালের হিজলায় মেঘনা নদীতে প্রশাসনের অভিযান।

নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলা থেকে ২৩ জেলেকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দিনভর হিজলা উপজেলাধীন মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথ অভিযান চালিয়ে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন ও জেলা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছে থেকে ২ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, আটক ২৩ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত মোবাইল কোর্টে সাজা দেওয়া হয়। কোর্ট তাদের প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এছাড়া অবৈধ জালগুলো পুড়িয়ে ধংস করা হয়। অভিযানে হিজলা থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানসহ পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

আরিফুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়