ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাস কাউন্টারে মাশরাফির ছবি, দিলেন কড়া হুঁশিয়ারি

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৬, ১০ এপ্রিল ২০২৪   আপডেট: ১৮:০৪, ১০ এপ্রিল ২০২৪
বাস কাউন্টারে মাশরাফির ছবি, দিলেন কড়া হুঁশিয়ারি

ফাইল ফটো

জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্ত্তুজার অনুমতি ব্যতীত ‘নড়াইল এক্সপ্রেস’ বাস কাউন্টারে তার ছবি টানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত আইডি থেকে এক স্টাটাসে ‘নড়াইল এক্সপ্রেস’ বাস মালিকদের কড়া হুঁশিয়ারি দেন তিনি।

আরো পড়ুন:

ফেসবুকে মাশরাফি লিখেন, ‘নড়াইল এক্সপ্রেস বাসের (সম্মানিত) মালিকগণ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে, ঢাকায় আপনাদের বাস কাউন্টারে আমার ছবি টানিয়ে রেখেছেন, আবার যাত্রীদের বলছেন আমার কথা। এ সমস্ত কাজ থেকে বিরত থাকুন।’

মাশরাফির নাম ও ছবি দেখে অনেকেই প্রতারিত হচ্ছেন। এ প্রসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি লিখেন, ‘পুরো নড়াইল আমার পৈত্রিক সম্পত্তি নয়, যে আমি নড়াইল এক্সপ্রেস নাম নিয়ে কমপ্লেন দেব। তবে আপনারা আমার নাম ব্যবহার কেন করছেন এর উত্তর কি দিতে পারবেন?’

তিনি আরও লিখেন, ‘দ্রুত এ ছবি সরিয়ে মানুষদের সঠিক তথ্য দিন; না হলে হয়তো আমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। জাস্ট সফট রিমাইন্ডার। এরপর আর সুযোগ দেব না। ঈদ মোবারক।’

শরিফুল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়