কুষ্টিয়ায় আগুনে পুড়লো ২০ বিঘা জমির পানবরজ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
![কুষ্টিয়ায় আগুনে পুড়লো ২০ বিঘা জমির পানবরজ কুষ্টিয়ায় আগুনে পুড়লো ২০ বিঘা জমির পানবরজ](https://cdn.risingbd.com/media/imgAll/2024April/Untitled-1-copy-2404191652.jpg)
আগুন লেগে পুড়ে গেছে প্রায় ২০ বিঘা জমির পানবরজ।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামে আগুন লেগে প্রায় ২০ বিঘা জমির পানবরজ পুড়ে গেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের কাজীপুর ব্রিজ সংলগ্ন মাঠে পান বরজে আগুন লাগে। আগুনে ১১ পানচাষির অন্তত ২২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাশাপাশি পান বরজ হওয়ায় মনিরুল, সোনারুল, জিয়ারুল, ইনারুল, মইনুদ্দিন, মানিক, তুজাম, আনারুল, মঙ্গল, পল্টু, আক্তারুলের প্রায় ২০ বিঘা জমির পানবরজ সম্পূর্ণ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিড়ি সিগারেটের আগুন থেকে এ আাগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে।
এ বিষয়ে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. ইসাহাক আলী বিশ্বাস বলেন, দৌলতপুর উপজেলার ধর্মদহ ব্রিজপাড়ায় প্রায় ২০ বিঘা পানবরজ পুড়ে গেছে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কাঞ্চন/ফয়সাল