ঢাকা     সোমবার   ০৬ মে ২০২৪ ||  বৈশাখ ২৩ ১৪৩১

কক্সবাজারে চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ২৪ এপ্রিল ২০২৪   আপডেট: ১২:০১, ২৪ এপ্রিল ২০২৪
কক্সবাজারে চট্টলা এক্সপ্রেস লাইনচ্যুত

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা এলাকায় লাইনচ্যুত হয়েছে যাত্রীবাহী চট্টলা এক্সপ্রেস ট্রেন। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ডুলাহাজারা ইউনিয়নের রিজার্ভপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন, দুর্বৃত্তরা রেলাইনের নাট ও বল্টু খুলে নেওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, সকাল ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসে বিশেষ ট্রেন চট্টলা এক্সপ্রেস। সকাল সাড়ে ১১টার দিকে ট্রেনটির কক্সবাজার পৌঁছানোর কথা ছিল। কিন্তু, এর আগেই ট্রেনটি সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ডুলাহাজারা অংশে লাইনচ্যুত হয়। লাইন সংস্কারের জন্য চট্টগ্রাম রেলস্টেশন থেকে লোকজন এসেছেন। তারা ট্রেনটি উদ্ধারে কাজ করছেন। কী কারণে ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে তা তিনি স্পষ্ট করতে পারেননি।

স্থানীয়দের বরাতে ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান, দুর্বৃত্তরা রেলাইনের পাথর সরিয়ে নাট-বল্টু খুলে নেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

তারেকুর/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়