ঢাকা     শুক্রবার   ৩১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১৭ ১৪৩১

সামচুল আলম কারাগারে থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫০, ৮ মে ২০২৪   আপডেট: ২৩:১১, ৮ মে ২০২৪
সামচুল আলম কারাগারে থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

ফাইল ছবি

কারাগারে থেকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সামচুল আলম চৌধুরী । তিনি আনারস প্রতীকে ৩১ হাজার ৯৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু পেয়েছেন ৩০ হাজার ৯ ভোট। 

বুধবার (৮ মে) উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুর সদর উপজেলায় ভোটগ্রহণ শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ রাত ৯টার দিকে নির্বাচিত হওয়ার বিষয় নিশ্চিত করেন। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনের আগের দিন মঙ্গলবার (৭ মে) ফরিদপুরের আলোচিত ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় সামচুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন তাকে কারাগারে পাঠান। 

একই মামলায় জামিন পান ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস ও ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মো. নাসির। 

এ দিন আদালতে আত্মসমর্পণ করে তারা জামিনের আবেদন করেন। 

তামিম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়