ঢাকা     সোমবার   ১৭ জুন ২০২৪ ||  আষাঢ় ৩ ১৪৩১

সাতক্ষীরায় আম মেলার উদ্বোধন

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ২৫ মে ২০২৪   আপডেট: ১৫:৫০, ২৫ মে ২০২৪
সাতক্ষীরায় আম মেলার উদ্বোধন

‘সাতক্ষীরার আম সুস্বাদু হিমসাগর তার নাম’ এই স্লোগানে সাতক্ষীরায় তিন দিনব্যাপী আম মেলার উদ্বোধন করা হয়েছে। মেলায় ৩৫-৪০ প্রজাতির আম প্রদর্শন করা হচ্ছে।

শনিবার (২৫ মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে সাতক্ষীরা খামারবাড়ি চত্বর এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এর আগে, বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবীদ মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি উপ-পরিচালক কৃষিবীদ সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরার হিমসাগর আমের প্রচার বৃদ্ধিতে প্রতিবছরের মতো এবারও মেলার আয়োজন করা হয়েছে। আগামী সোমবার আম মেলা শেষ হবে।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়