ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

এক কেন্দ্র থে‌কে ২‌৮ মোবাইল জব্দ, একজন‌কে জ‌রিমানা

মোহাম্মদ নঈমুদ্দীন, কু‌মিল্লা থে‌কে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ২৯ মে ২০২৪   আপডেট: ১৮:০৩, ২৯ মে ২০২৪
এক কেন্দ্র থে‌কে ২‌৮ মোবাইল জব্দ, একজন‌কে জ‌রিমানা

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এক কেন্দ্র থে‌কে সহকারী প্রিজাইডিং অফিসার, পো‌লিং এজেন্টসহ নির্বাচ‌নে দা‌য়িত্বরত কর্মকর্তা‌দের ‌কাছ থে‌কে ২‌৮টি মোবাইল জব্দ ক‌রে‌ছে ভ্রাম‌্যমাণ আদালত।

বুধবার (২৯ মে) দুপু‌রে কু‌মিল্লার দেবীদ্বার উপ‌জেলার আছাদনগর সরকারি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে প‌রিদ‌র্শন কর‌তে গি‌য়ে কর্তব‌্যরত নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কু‌মিল্লা দ‌ক্ষি‌ণের ‌নির্বাহী কর্মকর্তা রুবাইয়া খানম এসব মোবাইল জব্দ করেন।

এ সময় তি‌নি ব‌লেন, আমি ৪টি কেন্দ্রের দা‌য়ি‌ত্বে র‌য়ে‌ছি। তেমন কো‌নও গোল‌যোগ, বিশৃঙ্খলা দে‌খিনি। এক‌টি বিষয় লক্ষ‌্য ক‌রে‌ছি, অনেক ভোটার প্রথমবা‌রের মত ভোট দি‌তে এসে অজ্ঞতাবশত কে‌ন্দ্রের দা‌য়িত্বরত‌দের সহ‌যো‌গিতা নি‌য়ে‌ছেন। তবে, ভোটার তুলনামূলক কম।

নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট জানান, নির্বাচন চলাকা‌লে কেউ মোবাইল ব‌্যবহার কর‌তে পার‌বেন না। এটা জে‌নেও আছাদনগর সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারসহ নির্বাচনি কর্মকর্তা‌দের কাছ থেকে ২৮টি মোবাইল জব্দ করে‌ছি। এসব মোবাইল প্রিজাইডিং অফিসার‌কে জমা দেওয়া হ‌য়ে‌ছে। নির্বাচন শে‌ষে জব্দকৃত মোবাইল কর্মকর্তা‌দের ফি‌রি‌য়ে দেওয়ার নি‌র্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

এদিকে, এই নির্বাচনি এলাকায় আচরণ‌বি‌ধি ভঙ্গ ক‌রে কে‌ন্দ্রের সাম‌নে মোটরসাইকেল চালা‌নোর অপরা‌ধে ওমর ফারুক না‌মের স্থানীয় এক ব‌্যক্তি‌কে তাৎক্ষ‌ণিক দুই হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে।

/এনএইচ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়