ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪’ চ্যাম্পিয়ন অরোধ্য ১৯ দল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২২ জুন ২০২৪   আপডেট: ১৫:২৬, ২২ জুন ২০২৪
‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪’ চ্যাম্পিয়ন অরোধ্য ১৯ দল

টাঙ্গাইলে বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপে অরোধ্য ১৯ দল চ্যাম্পিয়ন হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাতে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুরন্ত ১৬ কে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবারণ ১৫ এর আয়োজনে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে রাতের ফ্লাইড লাইটে এ খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে বিদ্যালয়ে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের এক মিলনমেলা বসে।

আরো পড়ুন:

উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির মার্কেটিং এন্ড কমিউনিকেশনের সিনিয়র এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ শাহজাদা সেলিম।

বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিমের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র জামিলুর রহমান মিরন, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুন-অর-রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা।

উল্লেখ্য, গত ৮ বছর ধরে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিন্দুবাসিনী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে আসছেন।

কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়