ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১২ জুলাই ২০২৪  
নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নড়াইল সদর উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আকুবর সরদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী মাঠে মারা যান তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুরে আকুবর সরদার মাঠ থেকে গরু নিয়ে ফিরছিলেন। এসময় বৃষ্টি শুরু হয়।বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে লোকজন তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, বজ্রপাতে আকুবর সরদার নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়