ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত  

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৬, ১৩ জুলাই ২০২৪  
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে কৃষক নিহত  

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রিয়াজ শেখ (৪৭) নামে কৃষক নিহত হয়েছে। শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামে সংঘর্ষ হয়। 

নিহত রিয়াজ শেখ ওই গ্রামের মইন উদ্দিন শেখের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বেশ কিছু দিন ধরে চাচাত ভাইদের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকালে বিরোধপূর্ণ জমিতে লাগানো গাছে কাঁঠাল পাড়তে গেলে হোসেন শেখ ও রিয়াজ শেখের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হোসেন শেখ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে রিয়াজ শেখ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, যারা এ হত্যাকাণ্ডে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। 

কাঞ্চন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়