ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি থমথমে 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১৮ জুলাই ২০২৪  
ফেনীতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ, পরিস্থিতি থমথমে 

ফেনীতে কোটা আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সেন্ট্রাল স্কুলের সামনের সড়ক হয়ে বড় মসজিদ এলাকায় পৌঁছে রাস্তায় বসে পড়ে। পরে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া শুরু হয়।

সরেজমিন দেখা যায়, পুলিশ সড়ক থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতাকে দেখা যায়।

আরো পড়ুন:

সংঘর্ষে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার প্রচেষ্টায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

সাহাব/বকুল

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়