ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বহদ্দার হাটে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৬, ১৮ জুলাই ২০২৪  
বহদ্দার হাটে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বহদ্দার হাট এলাকায় পুলিশের সাথে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দুই জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অসংখ্য ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন তিনজন। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস আই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা ৭টার দিকে চমেক হাসপাতালের এস আই আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, সংঘর্ষে আহতদের মধ্যে দুই জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেছেন। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। 

এদিকে বিক্ষুদ্ধ ছাত্ররা সন্ধ্যার দিকে চট্টগ্রামের চান্দগাঁও থানায় আক্রমণ চালায়। এ সময় তারা থানার মূল ফটক ভাঙচুর করে এবং থানায় ইটপাটকেল নিক্ষেপ করে।

রেজাউল/সনি

ঘটনাপ্রবাহ

সর্বশেষ

পাঠকপ্রিয়