ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনার শিববাড়ি মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৩০ জুলাই ২০২৪  
খুলনার শিববাড়ি মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা নগরের শিববাড়ি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত-বিচারসহ ৯ দফা দাবিতে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভকারী শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, সমাবেশে শিক্ষার্থীদের হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৯ দফা দাবি জানানো হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে স্লোগানও দিতে দেখা যায়।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খুলনা-যশোর মহাসড়ক, মজিদ সরণি, কেডিএ এভিনিউ, ইব্রাহিম মিয়া সড়কসহ আশপাশের কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়। এ সময় সড়কে যানচলাচল শুরু হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, বেলা দুইটার দিকে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করেছেন। শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি শেষ হয়েছে।

নুরুজ্জামান/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়