ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতে জাল কাগজ দাখিল, বাদীকে কারাগারে প্রেরণ 

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৩০ জুলাই ২০২৪   আপডেট: ২১:৫০, ৩০ জুলাই ২০২৪
আদালতে জাল কাগজ দাখিল, বাদীকে কারাগারে প্রেরণ 

ফাইল ফটো

ঝালকাঠিতে বর্গা চাষী হিসেবে জাল অনুমতিপত্র দাখিল করায় এক মামলার বাদীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। 

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ঝালকাঠির কাঠালিয়া সহকারী জজ আদালতে এ ঘটনা ঘটে। বর্গা চাষী হিসেবে জাল অনুমতিপত্র দাখিল ব্যক্তির নাম মো. জহিরুল হক ওরফে বাদশা (৬০)। তিনি কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের মৃত আবদুল গফুর সিকদারের ছেলে। 

এ ঘটনায় আদালতের বিচারক মো. আরিফ হোসেন বাদী হয়ে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে আসামি করে একটি ফৌজদারি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করছেন কাঠালিয়া সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী মো. আল আমিন।  

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মো. জহিরুল হক ওরফে বাদশা একটি নিলাম বাতিল চেয়ে কাঠালিয়া সহকারী জজ আদালতে ৯৮/২০২৯ নম্বরে একটি মামলা দায়ের করেন। এ মামলায় তিনি ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর  বাংলাদেশ সুপ্রিম কোর্টের সরকারি রিসিভার কার্যালয় থেকে জমি বর্গা পাওয়ার একটি অনুমতি পত্রের ফটোকপি আদালতে দাখিল করেন। আজ মঙ্গলবার ধার্য তারিখে তিনি এর আসল কপি আদালতে দাখিল করেন। 

আদালতের বিচারক কপিটি যাচাই বাছাই করে জাল হিসেবে সনাক্ত করেন। পরে বিচারক এজলাসে উপস্থিত থাকা মো. জহিরুল হককে কারাগারে প্রেরণের আদেশ দেন। এ ঘটনায় বিচারক নিজে বাদী হয়ে জালিয়াতির অভিযোগে জহিরুল হককে আসামি করে একটি মামলা দায়ের করেন। পাশাপাশি তার দেওয়ানী মামলাটি খারিজ করে দেন।

ঝালকাঠি কোর্ট পুলিশের পরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, ‘এ মামলায় জহিরুল হককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

অলোক সাহা/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়