ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় গুলিবিদ্ধ হয়ে গাড়িচালক নিহত

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ৪ আগস্ট ২০২৪  
কুমিল্লায় গুলিবিদ্ধ হয়ে গাড়িচালক নিহত

কুমিল্লার দেবিদ্বারে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে আবদুল্লা রুবেল (৩৩) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রোববার (৪ আগস্ট) দুপুরে পৌর এলাকার বনিয়াপাড়ায় মারা যান তিনি। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, সংঘর্ষ চলাকালে রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি।

নিহত আবদুল্লা রুবেশ পেশায় বাস চালক ছিলেন বলে জানিয়েছে পরিবার। তিনি বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে।

আরো পড়ুন:

আন্দোলনকারীরা জানান, সড়কে বিক্ষোভ চলাকালে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে এবং ধারালো অস্ত্রের আঘাতে আহত হন রুবেল। তাকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী এহসান জানান, নিহতের পিঠে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া জানান, সংঘর্ষ চলাকালে রুবেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। বিস্তারিত এখনো জানি না। মরদেহ হাসপাতলে রয়েছে।

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়