লুট হওয়া অস্ত্র থানায় জমা দিলেন শিক্ষার্থীরা
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জের হাটিকুরুল থানা থেকে লুট হওয়া অস্ত্র জমা দিয়েছেন এক ইউপি সদস্য ও আন্দোলনকারী শিক্ষার্থীরা।
লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে একটি গ্যাস গান, চায়না রাইফেল, সিগন্যাল লাইট ও সোল্ডার সিগন্যাল লাইট ছিল।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে লুট হওয়া অস্ত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।
এর আগে, বুধবার বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানায় অস্ত্রগুলো জমা দেওয়া হয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ছাত্র আন্দোলনের সময় হাটিকুমরুল হাইওয়ে থানায় আন্দোলনকারীরা আক্রমণ করে। ওই সময় কয়েকটি অস্ত্র লুটের ঘটনা ঘটে। অস্ত্রগুলোর মধ্যে দু’টি রাস্তায় ভেঙে ফেলেন তারা। সেগুলো কুড়িয়ে নিয়ে কয়েকজন হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া এলাকার ইউপি সদস্য শাহ আলীর কাছে জমা রাখেন। অস্ত্রগুলো ইউপি সদস্য ও আন্দোলনে যুক্ত কামরুল হাসান ও নাজমুল হাসানসহ কয়েকজন ছাত্র সলঙ্গা থানায় জমা দিয়ে যান।
ইউপি সদস্য শাহ আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশ অন্যত্র চলে যায়। এ কারণে সেগুলো থানায় জমা দেওয়া সম্ভব হয়নি। সেই অস্ত্রগুলো তিনি বাড়িতে রেখেছিলেন। পরে পুলিশ ফিরে এলে শিক্ষার্থীদের সাথে নিয়ে অস্ত্রগুলো থানায় জমা দেওয়া হয়েছে।
অদিত্য রাসেল/সনি