ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

টাঙ্গাইলে ছাত্রলীগের হামলায় ৩ সমন্বয়ক গুরুতর আহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১৫ আগস্ট ২০২৪  
টাঙ্গাইলে ছাত্রলীগের হামলায় ৩ সমন্বয়ক গুরুতর আহত

টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন সমন্বয়ককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। গুরুতর অবস্থায় ওই তিনজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সীমান্ত ও আপন নামের দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আটক ছাত্রলীগ কর্মী আপন উপজেলার পুষ্টকামুরী এলাকার শ্রমিকলীগ নেতা মাহফুজ রহমান সঠিকের ছেলে এবং সীমান্ত একই এলাকার কামরুল হাসানের ছেলে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে মির্জাপুর থানা সংলগ্ন শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটেছে। এরপরই ক্ষুব্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ জিএমের বাবার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়।  

শিক্ষার্থীরা জানায়, দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক মোজাহিদ, ইমন সিদ্দিকী ও জাকির হোসেনসহ কয়েকজন ছাত্র কলেজ থেকে বের হয়ে বাজারের দিকে আসছিল। পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রলীগ নেতা সীমান্ত ও আপনের নেতৃত্বে ১০-১৫ জন ছাত্রলীগের নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোজাহিদ, ইমন সিদ্দিকী ও জাকিরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর আহত করে। 

সে সময় সাধারণ জনতা ও ছাত্ররা এগিয়ে গেলে ছাত্রলীগের কর্মীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ভর্তিকৃতদের মধ্যে মোজাহিদকে ঢাকার সিএমএইচ আহত ইমন সিদ্দিকীকে ঘাটাইল সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ছাত্রলীগ নেতা সীমান্ত ও আপনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এদিকে, হামলার ঘটনা সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর সমন্বয়কদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ নেতা কাওসার আহমেদ জিএম এর বাবা আকতার হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান ইতালি প্লাজায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন রাস্তায় টহল দেয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজেদুল ইসলাম নিঝুম বলেন, ‘হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।’

মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিয়েছে। আহতদের চিকিৎসা চলছে। এ ছাড়া ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কাওছার/সনি


সর্বশেষ

পাঠকপ্রিয়