চাঁদপুরের যুবকেরা ত্রাণ ও ১৭ স্পিডবোট নিয়ে ফেনী যাচ্ছেন
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীতে নেওয়ার জন্য নদী থেকে স্পিডবোট উঠানো হচ্ছে
ফেনীর বন্যার্তদের জন্য শুকনো খাবার, ওষুধ ও স্পিডবোট নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চাঁদপুরের মানুষ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) শহরের বড়স্টেশন মোলহেড থেকে অন্তত ১৭টি স্পিডবোট ভাড়া নিয়ে ফেনীর দিকে রওনা দিয়েছেন তারা। তাদের মধ্যে শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন। কেউ কেউ বন্যার্তদের সহযোগিতার জন্য অর্থ সংগ্রহ করে ফান্ড গঠন করছেন।
চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী কানাই দে বলেন, ‘বন্যার্তদের সহায়তায় জন্য টিম গঠন করেছি। এখন দল-মত বিবেচনায় না নিয়ে সকলকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।’
তানভীর হোসেন নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আমরা ট্রাকে করে স্পিডবোট নিয়ে ওখানে পৌঁছাব। যাত্রাপথে অনেক রাস্তাঘাট তলিয়ে গেছে। তবুও চেষ্টা করব সেখানে পৌঁছে বন্যার্তদের সহায়তায় কাজ করতে।’
চাঁদপুর বড়স্টেশনের স্পিডবোট ব্যবসায়ী নাজমুল মল্লিক বলেন, ‘একটি স্পিডবোটের ভাড়া দিন হিসেবে ১০ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। এরসঙ্গে যাতায়াতের ট্রাক ভাড়া, উদ্ধারকাজ চালানো চালকের খরচও ভাড়ায় নেওয়া ব্যক্তিদের বহন করতে হবে।’
জয়/বকুল