ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্রস্তুত ১৫ আশ্রয়কেন্দ্র

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২৪ আগস্ট ২০২৪  
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, প্রস্তুত ১৫ আশ্রয়কেন্দ্র

উজান থেকে নেমে আসা ঢলে মুন্সীগঞ্জের গজারিয়া পয়েন্টে বৃদ্ধি পেয়েছে মেঘনা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, শনিবার (২৪ আগস্ট) সকাল ৮টায় এই পয়েন্টে মেঘনার পানি প্রবাহিত হচ্ছিল ৪.৭৭ মিটার উচ্চতায়। সেখানে বিপৎসীমার উচ্চতা ৪.৫৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার ২২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে পানি।

পূর্বাভাস থেকে আরও জানা যায়, আজ দুপুর ও বিকেলে পানি প্রবাহের উচ্চতা কমে আসে। দুপুর ৩টায় বিপৎসীমার মাত্র ৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয় পানি। তবে সন্ধ্যায় আবারও বাড়ে পানি প্রবাহ। সন্ধ্যা ৭টার দিকে পানি প্রবাহিত হয় বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে।

আরো পড়ুন:

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, আমাদের নদীর পানি পর্যবেক্ষণ করছি। পানি ওঠা-নামা করছে। ঘরবাড়ি ডুবে যাওয়ার মতো কোনো আশঙ্কা নেই। অভ্যন্তরীণ খালের পানি কিছু কম উচ্চতায় রয়েছে এখনো।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর আক্তার জানান, পানি বাড়লেও এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উপজেলার ইসমানিচর এলাকায় কিছু রাস্তায় পানি উঠেছে। ১৫টি প্রাথমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করা হয়েছে।

রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়