ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডুবচরে আটকা পড়া ‘বোগদাদিয়া ৭’ এর যাত্রীরা নিরাপদে

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:২৩, ২ নভেম্বর ২০২৫   আপডেট: ০১:২৩, ২ নভেম্বর ২০২৫
ডুবচরে আটকা পড়া ‘বোগদাদিয়া ৭’ এর যাত্রীরা নিরাপদে

গজারিয়ায় মেঘনা নদীর ডুবচরে শনিবার রাতে আটকা পড়ার পর ‘বোগদাদিয়া ৭’ লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তারা কান্নাকাটি করতে থাকেন।

চাঁদপুরের একটি যাত্রীবাহী লঞ্চ ঢাকা যাওয়ার পথে মুন্সীগঞ্জের গজারিয়া এলাকার মেঘনা নদীতে ডুবচরে আটকে পড়ার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

লঞ্চটির যাত্রীরা ডাকাত আতঙ্কে ছিলেন, তারা কান্নাকাটি করছিলেন। ঘন কুয়াশার রাতে এই লঞ্চ রুটে আগেও ডাকাতির ঘটনা রয়েছে। যাত্রীদের অবস্থা বিবেচনায় নিয়ে অন্য দুটি লঞ্চের সহায়তায় তাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

আরো পড়ুন:

শনিবার (১ নভেম্বর) রাত ১১টায় লঞ্চটির ডুবচরে আটকে থাকার তথ্য দেন বিআইডব্লিউটিএর চাঁদপুরের উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।

বিকাল ৫টায় ঢাকার উদ্দেশে চাঁদপুর লঞ্চঘাট থেকে প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে ছেড়ে যায় ‘বোগদাদিয়া ৭’ নামে লঞ্চটি। রাত ৮টায় ঝড়ের কবলে পড়ে এবং ঘন কুয়াশায় গজারিয়া লঞ্চঘাটের উত্তর পাশের ডুবচরে আটকা পড়ে লঞ্চটি। এতে লঞ্চে থাকা যাত্রীরা ডাকাত আতঙ্কে ভয়ে কান্নাকাটি করে উদ্ধারের আকুতি জানাতে থাকেন। খবর পেয়ে দটি লঞ্চের সাহায্যে যাত্রীদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বাবু লাল বলেন, “চাঁদপুর লঞ্চঘাট থেকে ‘এমভি ইমাম হাসান ৫’ এবং ঢাকা থেকে ছেড়ে আসা ‘বোগদাদিয়া ৮’ লঞ্চ এসে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয় নিয়েছে। কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। তবে ‘বোগদাদিয়া ৭’ লঞ্চটি এখনো ওখানেই রয়েছে। হয়তো জোয়ার এলে ডুবচর থেকে নামানোর কাজ শুরু হবে।

“আমরা নৌ পুলিশকে ডুবচরে আটকা পড়া লঞ্চটির নিরাপত্তা দিতে বলেছি,” বলেন বাবু লাল। 

ঢাকা/অমরেশ/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়