ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মেঘনায় সাড়ে ১৮ হাজার সিমেন্টের বস্তা নিয়ে ডুবল জাহাজ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৩, ১৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:১৪, ১৪ আগস্ট ২০২৫
মেঘনায় সাড়ে ১৮ হাজার সিমেন্টের বস্তা নিয়ে ডুবল জাহাজ

চাঁদপুরে সাড়ে ১৮ হাজার সিমেন্টের বস্তা নিয়ে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার দোকানঘর সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া জাহাজটির নাম চাঁদতারা-৮। এটি মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকায় শাহ সিমেন্টের কারখানা থেকে ১৮ হাজার ৫০০টি সিমেন্টের বস্তা নিয়ে যশোরের দিকে যাচ্ছিল।

আরো পড়ুন:

চাঁদতারা-৮ জাহাজের মাস্টার মামুন শেখ বলেন, ‘‘যশোরে যাওয়ার পথে গতকাল রাতে জাহাজটি দোকানঘর এলাকায় নোঙর করে রাখা হয়। এর পাশেই জামান নামের আরেকটি জাহাজও নোঙর করা ছিল। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় চাঁদতারা-৮ জাহাজটি যশোরের উদ্দেশে রওনা হয়। একপর্যায়ে নদীর স্রোতের টানে পাশের জাহাজের সঙ্গে চাঁদতারার ধাক্কা লাগে। এতে ইঞ্জিন রুমের তলা ফেটে মালামালসহ জাহাজটি ডুবে যায়।’’

চাঁদপুর নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘‘জাহাজ মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।’’

বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে।’’

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়