ঢাকা     মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩১ ১৪৩২

ছাত্র-জনতার মিছিলে গুলি, বিএনপি নেতার নামে মামলা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৪  
ছাত্র-জনতার মিছিলে গুলি, বিএনপি নেতার নামে মামলা

রংপুরের পীরগাছায় ছাত্র-জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণের অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে মামলায়। 

একরামুল হক নামে এক শিক্ষার্থী গতকাল শনিবার রাতে পীরগাছা থানায় মামলাটি করেছেন। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট সারাদেশের ন্যায় রংপুরের পীরগাছা উপজেলায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। সেদিন দুপুর আড়াইটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এই খবর জানতে পেরে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করে। মিছিলটি পীরগাছা সরকারি কলেজের কাছে থেকে পীরগাছা জেএন মডেল উচ্চ বিদ্যালয়ের দিকে অগ্রসর হতে থাকে। 

আরো পড়ুন:

ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গা তার চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের ব্যক্তিগত অফিস রক্ষার্থে বিজয় মিছিলে বাধা দেন। এক পর্যায়ে আওয়ামী লীগ নেতার অফিস বাঁচাতে ছাত্র জনতার বিজয় মিছিলে গুলিবর্ষণ করেন। বাদী তাৎক্ষণিক মাটিতে শুয়ে পড়ায় গুলি তার বাম হাতে লাগে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়