প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না জনগণ: ফয়জুল করীম
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ছবি: রাইজিংবিডি
ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জনগণ প্রতিহিংসার রাজনীতিতে ফিরে যেতে চায় না। আওয়ামী লীগ বিগত ১৬ বছরে দেশকে লুটেপুটে খেয়েছে, প্রতিহিংসার রাজনীতির প্রচলন করে দেশকে ভয়াবহতার দিকে নিয়ে গেছে।আওয়ামী রাজনীতির পুনরাবৃত্তি দেখতে চায় না জনগণ। মানুষ সুখে-শান্তিতে বসবাস করতে চায়।জনগণ সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারিত্বের অবসান চায়।যদি কেউ প্রতিহিংসার রাজনীতি চর্চায় ফিরে যেতে চায় ছাত্র-জনতা পুনরায় তাদের বিরুদ্ধে জেগে উঠবে।
বরিশালে দ্বিবার্ষিক ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে জাতীয় ওলামায়ে মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি আরও বলেন, ইসলাম সত্য ও সুন্দর দেশ গড়ার পক্ষে।সাধারণ ছাত্র-জনতার আন্দোলরে পাশাপাশি প্রত্যেকটা আন্দোলনেই আলেম-ওলামাদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইসম্মা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ওবায়দুর রহমান মাহবুব ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার।অতিথি ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রী যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দোহা আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতি মিজানুর রহমান কাশেমী ও দ্বীনে কায়েম সংগঠনের জেলা সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল।
আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সহ-সভাপতি শেখ সামছুল আলম মিলন, মহানগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের আশরাফী, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ।
/আরিফুর/সাইফ/