ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

আকিজ কোম্পানিতে হামলা, আহত ৭

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
আকিজ কোম্পানিতে হামলা, আহত ৭

নারায়ণগঞ্জের বন্দরে আকিজ কোম্পানিতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করার অভিযোগ উঠেছে কুতুববাগ দরবারের লোকজনের বিরুদ্ধে। এসময় প্রতিষ্ঠানটির নিরাপত্তায় নিয়োজিত পাঁচ-সাত জন আনসার সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হামলাটি হয়। কোম্পানির এডমিন আল আমিন মোল্লা হিরা এ তথ্য জানান। 

সূত্র জানায়, বন্দরের মদনপুর-মদনগঞ্জ সড়কের বাগবাড়িতে আকিজ কোম্পানির কাজ চলমান। আকিজ এগ্রো ফিড কোম্পানির উৎপাদন শুরু হবে ২৯ দিন পর। আজ দুপুরে আব্দুস সালাম, মাসুদ ও হাসানের নেতৃত্বে ৪০-৫০ জন লোক কুতুববাগ দরবার শরীফের ভেতর থেকে বের হয়ে কোম্পানিটিতে হামলা চালান। তাদের সবার হাতে লোহার রড ও এসএস পাইপসহ দেশি অস্ত্র ছিল। তাদের হামলায় পাঁচ থেকে সাত জন আনসার সদস্য আহত হন।

কোম্পানির এডমিন আল আমিন মোল্লা হিরা জানান, কুতুববাগ দরবার শরীফের (জাকির শাহ) ৪০-৫০ জন লোক হঠাৎ কোম্পানির গেট ভাঙচুর করে। তারা ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

আরো পড়ুন:

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘আকিজ কোম্পানিতে হামলার কথা শুনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।’

অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়