ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

লোহাগড়া বিএনপির নেতা নির্বাচনে শনিবার ভোট

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১২, ২৫ অক্টোবর ২০২৪  
লোহাগড়া বিএনপির নেতা নির্বাচনে শনিবার ভোট

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ পদে ব্যালটে ভোটগ্রহণের মাধ্যমে নেতা নির্বাচন করা হবে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি পাইলট উচ্চ বিদ্যলয়ে মাঠে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দলটির নেতারা জানান, উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপি কমিটি এবং পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সদস্যরা গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচিত করবেন।

এদিকে, দীর্ঘ ১৫ বছর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উজ্জীবিত।

বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল নির্বাচনে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদে ছয় জন, সাধারণ সম্পাদক পদে দুই জন। পৌর বিএনপির সভাপতি পদে চার জন ও সাধারণ সম্পাদক পদে চার জন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছয় জন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন:

উপজেলা বিএনপির সভাপতি পদে- জিএম নজরুল ইসলাম ‘দোয়াত কলম’ প্রতীকে, আবু হায়াত সাবু ‘চেয়ার’ প্রতীকে, আলহাজ সাচ্চু মিয়া ‘মোটরসাইকেল’ প্রতীকে , মো. আহাদুজ্জামান বাটু ‘চশমা’ প্রতীকে, আসাদুজ্জামান জামান ‘ঘোড়া’ প্রতীকে, মো. রবিউল ইসলাম পলাশ ‘দেয়াল ঘড়ি’ প্রতীকে নির্বাচন করছেন।

সাধারণ সম্পাদক পদে- কাজী সুলতানুজ্জামান সেলিম ‘ছাতা’ প্রতীকে, মো. টিপু সুলতান ‘আনারস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাংগঠনিক সম্পাদক পদে- শেখ জামশেদ আহমেদ ‘মাছ’ প্রতীকে,  শাহ আলম ‘টিউবওয়েল’ প্রতীকে, অহিদুজ্জামান ‘সিলিং ফ্যান’ প্রতীকে, মো. আজিজার সরদার ‘মোরগ’ প্রতীকে, মো. তানভীর হেসেন
অনু ‘বই’ প্রতীকে, মিজানুর রহমান ‘গোলাপ ফুল’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌর বিএনপির সভাপতি পদে- মো. মিলু শরিফ ‘দোয়াত কলম’ প্রতীকে, এস এম শাহিন বিপ্লব ‘চশমা’ প্রতীকে, মোল্যা নজরুল ইসলাম ‘চেয়ার’ প্রতীকে ও আব্দুস সবুর ‘ঘোড়া’ প্রতীক নিয়ে লড়বেন। 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে- মো. আকিদুল ইসলাম ‘আনারস’ প্রতীকে, মো. রবিউল ইসলাম রবি ‘ছাতা’ প্রতীকে, মো. মশিয়ার রহমান সান্টু ‘মোমবাতি’ প্রতীকে, মো. আজাদ হোসেন ‘ফুটবল’ প্রতীকে। সাংগঠনিক সম্পাদক পদে- মো. জহিরুল ইসলাম জহির ‘গোলাপ ফুল’ প্রতীকে, এস এ সাইফুল্লাহ মামুন ‘মাছ’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যলয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। এজন্য সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে নড়াইল জেলা বিএনপির সভাপতি
বিশ্বাস জাহাঙ্গীর আলম ভেন্যু পরিদর্শন করেছেন। এবার উপজেলা বিএনপি মোট ভোটার সংখ্যা ৮৫২ জন এবং পৌর বিএনপি মোট ভোটার সংখ্যা ৪৬১ জন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, লোহাগড়া বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে।

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়