ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

কুয়াকাটায় ধরা পড়ল ১৬ কেজির মেদ মাছ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ৯ নভেম্বর ২০২৪  
কুয়াকাটায় ধরা পড়ল ১৬ কেজির মেদ মাছ 

১৬ কেজি ওজনের মেদ মাছ

পটুয়াখালীর কুয়াকাটার জেলে মো. খলিলের জালে প্রায় ১৬ কেজি ওজনের একটি মেদ মাছ ধরা পড়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকালে মাছটি কুয়াকাটা পৌর মাছ বাজারে নিয়ে আসা হয়। মাছটি দেখতে মানুষ ভিড় জমায়।

দুপুরে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেললে মাছটি ধরা পড়ে। পরে নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী মো. হাসান ৯০০ টাকা কেজি দরে ১৪ হাজার ৫৩০ টাকায় মাছটি কিনে নেন।

জেলে মো. খলিল বলেন, ‘সকালে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরের বয়ার দিকে জাল ফেলে চলে আসি। দুপুরের দিকে জাল তুলতে গিয়ে দেখি বড় মেদ মাছ আটকা পড়েছে। অন্যান্য জেলেদের সহায়তায় মাছটি ট্রলারে তুলে বাজারে নিয়ে আসি। মাছটির ওজন হয় ১৫ কেজি ৮০০ গ্রাম। গত বছর বড় একটা মাছ পেয়েছিলাম৷ তবে সেটি ওজনে এর থেকে ছোট ছিল। এত বড় মাছ পাওয়ায় আমি আনন্দিত।’

আরো পড়ুন:

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. নাসির উদ্দিন বলেন, এত বড় মেদ মাছ সচরাচর দেখা যায় না। ক্রেতা মো. হাসান বলেন, মাছটি তিনি ঢাকায় পাঠাবেন। তিনি আশা করেন, ভালো লাভে বিক্রি করতে পারবেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে, সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এমন মাছ আরও বেশি ধরা পড়বে।

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়