ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাহিদামতো টাকা না পেয়ে ট্রেনে ঢিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ২১ নভেম্বর ২০২৪   আপডেট: ১০:২৩, ২১ নভেম্বর ২০২৪
চাহিদামতো টাকা না পেয়ে ট্রেনে ঢিল

ঢিল ছোঁড়ায় ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভেঙে গেছে

যাত্রীদের কাছে চাহিদামতো টাকা না পেয়ে বিতণ্ডার জেরে কালনী এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোঁড়ার অভিযোগ উঠেছে কয়েকজন হিজড়ার বিরুদ্ধে। এতে ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

আরো পড়ুন:

যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে কয়েকজন হিজড়া যাত্রীদের কাছে টাকা চান। যাত্রীরা তাদের চাহিদামতো টাকা দিতে অস্বীকৃতি জানালে অশোভন আচরণ করেন। এর জেরে যাত্রীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।

ট্রেনটি সন্ধ্যায় আজমপুর রেলওয়ে স্টেশনে বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় সংঘবদ্ধ হিজড়ার দল ট্রেনে ঢিল ছুঁড়ে। এতে ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভেঙে যায়।

আখাউড়া আজমপুর রেলস্টেশন মাষ্টার শাখাওয়াত হোসেন বলেন, ‘‘কালনী এক্সপ্রেস সন্ধ্যা সোয়া ৬টার দিকে আজমপুর যাত্রাবিরতি দেয়। বিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় হিজড়ারা ঢিল ছুঁড়ে। এতে ট্রেনের কয়েকটি জানালার গ্লাস ভেঙে গেছে।’’

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়