ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে সাংবাদিকের বাড়িতে গুলিবর্ষণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:৪৮, ১ ডিসেম্বর ২০২৪
নারায়ণগঞ্জে সাংবাদিকের বাড়িতে গুলিবর্ষণ

ছোড়া গুলি দেয়ালে বিদ্ধ হয়ে ক্ষত সৃষ্টি করে।

নারায়ণগঞ্জের রুপগঞ্জে দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর মাহমুদের বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকায় তার বাড়িতে এ হামলা করা হয়।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে জাহাঙ্গীর মাহমুদ ফেসবুকে তার ব্যক্তিগত আইডি থেকে লাইভে এসে তার বাড়িতে সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনার বর্ণনা দেন।

আরো পড়ুন:

ফেসবুকে লাইভে তিনি বলেন, ‘‘আমি সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ। আমার বাসায় গুলি ফুটিয়ে গেছে একদল সন্ত্রাসীরা। আমার জানালায় একটি গুলি ফুটিয়ে গেছে সন্ত্রাসীরা। আল্লাহ আমাকে বাঁচান।’’

রুপগঞ্জের ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজান বলেন, ‘‘সাংবাদিকের বাসায় গুলির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তার বাড়ির জানালা দিয়ে কে বা কারা এক রাউন্ড গুলি করে গেছে।’’

ঘর থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান তিনি। 

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়