ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় পাহাড় ধসে শিশুর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩০, ২০ ডিসেম্বর ২০২৪
উখিয়ায় পাহাড় ধসে শিশুর মৃত্যু

শুক্রবার দুপুরে পাহাড় ধসে মাটি চাপা পড়া শিশুদের উদ্ধারে কার্যক্রম চালায় রোহিঙ্গারা

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে মাটি চাপায় সৈয়দ উল্লাহ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৩ ব্লকের সীমানায় ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

নিহত সৈয়দ উল্লাহ ১৫ নম্বর ক্যাম্পের ব্লক-এফ/১৬-এর বাসিন্দা ইমাম হোসেনের ছেলে। আহতরা হল- ১৪ নম্বর ক্যাম্পের ব্লক-এ/৪-এর মো. তৈয়বের ছেলে সৈয়দ নুর (১৫) এবং মো. জুনায়েদের ছেলে এনায়েতুর রহমান (১৬)।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, পাহাড়ের পাশে খেলা করছিল তিন শিশু। পাহাড় ধসে তারা মাটি চাপা পড়ে। পরে আশপাশের রোহিঙ্গারা এসে শিশুদের উদ্ধার করে জামতলি এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক সৈয়দ উল্লাহকে মৃত ঘোষণা করেন। অন্য দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়