ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সোনারগাঁয়ের সড়কে ঝরল গার্মেন্টস শ্রমিকের প্রাণ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ২০ ডিসেম্বর ২০২৪  
সোনারগাঁয়ের সড়কে ঝরল গার্মেন্টস শ্রমিকের প্রাণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়াবাড়ী এলাকায় যাত্রীবাহি বাসের ধাক্কায় আঞ্জুমান বেগম (৫০) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। 

কাচঁপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কাচঁপুর নয়াবাড়ী এলাকায় রাস্তা পার হওয়ার সময় মারা যান আঞ্জুমান। 

আরো পড়ুন:

নিহত আঞ্জুমান মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী।

নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, আঞ্জুমান ঢাকার রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি সোনারগাঁয়ের কাচঁপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। 

ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নয়াবাড়ী এলাকায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় আঞ্জুমান বেগম নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ঢাকা/অনিক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়