ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:১৭, ৩১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২৩:১৭, ৩১ ডিসেম্বর ২০২৪
‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ

বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার প্রতিবাদে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে কোটালীপাড়া উপজেলার মহুয়া মোড় থেকে যৌথভাবে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নেতাকর্মীরা। 

আরো পড়ুন:

আরো পড়ুন: বাগেরহাটে ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা

সমাবেশে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কোটালীপাড়া উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফেজ মো. নাহিদ হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাসুদুর রহমান ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস গোপালগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মাওলানা সাদ, ছাত্র অধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. বাইজিদ হাওলাদার বক্তব্য রাখেন।

কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ মিছিলের তথ্য নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত, আজ সকালে খুলনা থেকে কয়েকটি বাসে করে ঢাকায় শহীদ মিনার চত্বরে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। বাগেরহাটের মোল্লাহাটের মাদরাসাঘাট বাসস্ট্যান্ড এলাকায় পেঁছালে একদল লোক বাসগুলোতে হামলা চালায়। এতে ২০ জন শিক্ষার্থী আহত হন। এসময় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/বাদল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়