ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কম্বল পেল ঝিনাইগাতীর পাঁচ শতাধিক শীতার্ত মানুষ 

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ১১ জানুয়ারি ২০২৫  
কম্বল পেল ঝিনাইগাতীর পাঁচ শতাধিক শীতার্ত মানুষ 

ঝিনাইগাতী উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ‘ভয়েস অব ঝিনাইগাতী’র কম্বল বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার উত্তরণ পাবলিক স্কুল চত্বরে আনুষ্ঠানিকভাবে শীতার্ত মানুষের হাতে কম্বলগুলো তুলে দেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির।

বক্তব্যকালে সভাপতি জানান, আমেরিকার নিউজার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবাল এই কম্বল প্রদানের অর্থ দিয়েছেন। কম্বল পেয়ে অসহায় মানুষগুলো খুশি হয়েছে। তিনি সামনের দিনে আরও মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আলহাজ্ব শাহজাহান আকন্দ, যুগ্ন আহ্বায়ক মো. আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবী সংগঠন ডা. সেরাজুল হক স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বিপ্লব, উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মেহেদি হাসান, সাংবাদিক মো. গোলাম রাব্বানী টিটু, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সদস্য এরশাদ মিয়া প্রমুখ।

ঢাকা/তারিকুল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়