ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আশুলিয়ায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ

সাভার (ঢাকা) প্র্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:০৪, ১১ জানুয়ারি ২০২৫
আশুলিয়ায় নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে সমাবেশ

গণঅভ্যুত্থানের চেতনায় সকল বৈষম্যের বিলোপ করা, নিত্যপণ্যের দাম কমানোসহ নানা দাবি জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইলে তারা এ সমাবেশ করেন। পরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর নেতৃত্বে নবীনগর-চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বলিভদ্র বাজারে গিয়ে শেষ হয়।

সমাবেশে অরবিন্দু বেপারী বিন্দু তার বক্তব্যে বলেন, ‘‘একশত এর অধিক পণ্যের উপরে শুল্ক বসানো হয়েছে। এতে করে জনসাধারণের উপরে বড় ধরনের নীতিবাচক প্রভাব পড়েছে। বাজারে মৌসুমী সবজির দাম কিছুটা কম থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম আকাশ ছোয়া। যা শ্রমিকসহ নিম্ন-আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা উচিত। সেইসঙ্গে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে।’’

এ সময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে বলেন, ‘‘দিনে দিনে আইনশৃংখলার অবনতি ঘটছে। অধিকাংশ পুলিশ সদস্য মামলা বাণিজ্য করে যাচ্ছে। এতে করে নিরীহ মানুষজন হয়রানির শিকার হচ্ছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত হবে দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিশেষ গোয়েন্দা নজরদারি মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।’’

অরবিন্দু বেপারী বিন্দু আরো বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার সব ধরনের সংস্কার করতে পারবে না।’’ এ ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে সংস্কারের পাশাপাশি বিশ্বাসযোগ্য অবাদ নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

শ্রমিক আন্দোলন নিয়ে প্রভাবশালী এই নেতা বলেন, ‘‘শ্রমিক আন্দোলনের নামে একটি মহল শিল্প কলকারখানায় নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। এতে করে নিরীহ শ্রমিকরা চাকুরিচ্যুতসহ নানা হয়রানির শিকার হচ্ছে। এছাড়া তথাকথিত কিছু সংখ্যক আওয়ামী লীগ পন্থি পোশাক শিল্পের মালিক শ্রমিকদের চাকরিচ্যুত করে বিজিএমইএর কাছে কালো তালিকা দিচ্ছে। যার ফলে ওই শ্রমিকরা অন্য কোনো কারখানায় চাকরি নিতে পারছে না।’’

বিজিএমইএ এ ধরণের কালো তালিকা বন্ধ না করলে শ্রমিকদের নিয়ে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন এই নেতা।

জেলা সদস্য মোহাইমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল মিটির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব লিটন মন্ডল, ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মামুনুর রহমান রজব, আঞ্চলিক নেতা সাইফুল ইসলাম, বাবুল ডাক্তার, শাকিলা আক্তার শান্তা, পবিত্র এব্বর, আল আমিন মিয়া প্রমূখসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাকা/সাব্বির/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়