ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুনারুঘাটের পরীবিলে মাছধরা উৎসব

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ১৯ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:৫৯, ১৯ জানুয়ারি ২০২৫
চুনারুঘাটের পরীবিলে মাছধরা উৎসব

পরীবিলে মাছ শিকার

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পরীবিলে মাছধরা উৎসবে অনুষ্ঠিত হয়েছে। চুনারুঘাটের চন্ডিছড়া চা বাগানের অভ্যন্তরে অবস্থিত বিশাল আকৃতির লেকটি স্থানীয়ভাবে পরীবিল নামে পরিচিত। 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন এই পরীবিলে চা বাগানের লোকজন এই মাছ ধরার উৎসবে মেতে ওঠেন। তারা ছোট বড় মাছ শিকার করে আনন্দে বাড়ি ফিরেছেন।

এনটিসি কোম্পানির মালিকানাধীন এ বিলটিতে সাদা পদ্ম ও লাল শাপলা পদ্ম ফুটে। প্রতি বছর বিপুল পর্যটক পরীবিল দেখতে আসেন। গত কয়েক বছর ধরেই এ বিলে সাদা পদ্ম ও লাল পদ্ম কমতে থাকে। কারণ পৌষ মাঘ আসলেই এ বিলে মাছ ধরার কারণে পদ্ম উঠিয়ে ফেলা হয়। এবারও সাদা পদ্ম উঠিয়ে এ বিলে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়।  

বাগানের শত শত লোক বিলটিতে বিভিন্ন জাল নিয়ে মাছ শিকারে নামেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মাছ শিকার করেন। অনেকেই ছোট ছোট মাছের পাশাপাশি বড় মাছও পেয়েছেন। এরমধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল, চিতল, শিং, মাগুর, কৈসহ নানা প্রজাতির মাছ।

সাবেক ইউপি মেম্বার জুয়েল মিয়া জানান, তিনি রুই, কাতল, কার্প, শিং এর পাশাপাশি বড় একটি চিতল মাছ পেয়েছেন। তার মতো  চা বাগানের অনেকেই মাছ শিকার করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, “মাছ শিকারকালে বিলটির পরিবেশ ঠিক রাখা বাঞ্ছনীয়। শাপলা উৎপাদনের উৎস যাতে বিনষ্ট না হয় এটাও দেখা দরকার। কারণ, বিলটি এখানের পরিবেশে দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত হয়ে আসছে।”

ঢাকা/মামুন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়