ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ রাজশাহীর এসপির

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ২৩ জানুয়ারি ২০২৫  
চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশ রাজশাহীর এসপির

পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে অপরাধ পর্যালোচনা সভা চলছে

মাদক, অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে অভিযান জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন রাজশাহীর নবাগত পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম। রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি থানার পুলিশ কর্মকর্তাদের এই নির্দেশনা দেন। 

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম এসময় জেলার বিভিন্ন থানার ওয়ারেন্ট তামিল, দায়েরকৃত মামলার তদন্ত এবং অনুদঘাটিত মামলা, মূলতবি মামলা, অপমৃত্যুর মামলা, সড়ক দুর্ঘটনাসংক্রান্তসহ বিভিন্ন মামলার কার্যক্রম ও অগ্রগতি বিশ্লেষণ করেন।

সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, “সাধারণ জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই তাৎক্ষণিক তাদের প্রত্যাশিত সেবা পান, সেই লক্ষ্যে কাজ করতে হবে।” 

পুরো জেলায় পুলিশিং কার্যক্রমের মাধ্যমে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম নিশ্চিত করার দিকনির্দেশনা দেন তিনি। এছাড়া এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ অন্যান্য অপরাধ যাতে না বাড়তে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্যও নির্দেশ দেন।

সভায় রাজশাহী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা/কেয়া/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়