নির্বাচনের জন্য জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না: আমান
কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমানউল্লাহ আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনের জন্য জনগণ অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না।”
তিনি বলেন, “বিএনপি ১৬ বছর জনগণের গণতান্ত্রিক ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছে। এখন সময় এসেছে জণগণের মৌলিক ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার।”
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, “হাসিনা দম্ভ করে বলেছিলেন, শেখ মুজিবের মেয়ে পালায় না। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে হত্যা করেছেন। বাংলার মাটিতে সব হত্যার বিচার হবে। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই।”
তিনি আরো বলেন, “স্বৈরাচার হাসিনা ভারতে বসে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন। সব ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে। যেখানে বাধা সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলামিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালীউল্লাহ সেলিম, ঢাকা জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়কআসাদুজ্জামান রিপন।
ঢাকা/শিপন/মাসুদ