ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে: গোলাম পরওয়ার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:২০, ২৪ জানুয়ারি ২০২৫
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে: গোলাম পরওয়ার

শরীয়তপুরের ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসা মাঠে শুক্রবার বিকেলে বক্তব্য দেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। সেই সরকারের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা হবে। যার ভিত্তি হবে আল-কোরআন।” 

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা হামিদিয়া কামিল মাদরাসা মাঠে জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

মিয়া গোলাম পরওয়ার বলেন, “জামায়াত একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে।” ২০২৫ সালকে দেশের সমাজ, রাজনীতি এবং দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন- জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমী। পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়